Ads Top

Airtel ও Robi এক হল - তৈরী হবে বাংলাদেশের সবচেয়ে শক্তিসালী নেটওয়ার্ক


ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলা দেশের বৃহত্তর দুই টেলিকমিউনিকেশন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এবং ভারতী এয়ারটেল লিমিটেড তাদের গন্তব্যকে আরো একধাপ এগিয়ে নিতে ঐতিহাসিকভাবে একীভূত হয়েছে, যা রবি আজিয়াটা লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ প্রকাশ করেছে।
লক্ষ্যযাত্রায় বাংলাদেশের মানুষের কথা মনে রেখে নিরন্তর সামনে এগিয়ে চলা রবি এবং এয়ারটেল ৪টি মূল্যবোধকে ধারণ করার শপথ করে একীভূত হচ্ছে।
সাশ্রয়: আমাদের দুই ব্র্যান্ডের ৩২.২ মিলিয়ন গ্রাহকের প্রিপেইড ও পোস্টপেইড প্যাকেজগুলো এখন আরো সাশ্রয়ী করা।
সহজলভ্যতা: পুরো দেশজুড়ে ইন্টারনেট সুবিধা এবং যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৩২.২ মিলিয়ন গ্রাহকের মাঝে মোবাইল সেবার মান উন্নত করে সহজলভ্য করা।
সেবা: সর্ববৃহৎ কাস্টমার সার্ভিস সেন্টার নেটওয়ার্ক-এর মাধ্যমে বিস্তৃত সেলস এবং ডিসট্রিবিউশন চ্যানেল তৈরি করা।
স্পিড: আরও বড় এবং আরও শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে আমাদের হাই স্পিড নেটওয়ার্ক নিশ্চিত করবে আরো দ্রুত ডাটা কানেকশন।
বাংলাদেশ টেলিকম ল্যান্ডস্কেপ এবং মার্কেট স্ট্রাকচার-এর দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে এই পথচলা আরও শক্তিশালী করবে। ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)-এর মাধ্যমে দেশের সার্বিক অর্থব্যবস্থা এবং রেভিনিউ- এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.